gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
হাতিয়া প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১০:৫৭:০০ এএম
হাতিয়া প্রতিনিধি:
GK_2025-01-11_6781f851d4a3b.jpg

আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাতিয়া প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে ২০২৫ অনুষ্ঠিত হয়।
শুক্রবার প্রেসক্লাবের ভবনে এই নির্বাচন কার্যক্রম শুরু হয় সকাল ১০ ঘটিকায়। উক্ত নির্বাচনে ১১ পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতোমধ্যে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি আমির হামজা, সহ সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জি এম ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কেফায়েতুল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান , সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তছলিম ,( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ক্যাশিয়ার আক্তার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাহী সদস্য জাকির হোসেন , হানিফ উদ্দিন সাকিব, মোঃ ছাইফুল ইসলাম।
উল্লেখ দীর্ঘদিন যাবত হাতিয়া প্রেসক্লাবের এভাবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়নি। যার কারণে আজকের এই নির্বাচনটা সর্ব মহলে এবং সাংবাদিক সমাজের মধ্যে এক আনন্দ উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে। উক্ত নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আফম শামছুদ্দিন ও আরিফুল মাওলানা। এই নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম দেখতে আসেন নৌবাহিনীর কর্মকর্তা ও হাতিয়া থানার ওসি মোঃ আজমল হুদা।

আরও খবর

🔝