gramerkagoj
রবিবার ● ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
gramerkagoj
পাকিস্তানে ফিরে আনন্দিত মালালা ইউসুফজাই
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৪:৫৭:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-01-11_678244bd5b227.jpg

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই জন্মস্থান পাকিস্তানে ফিরতে পেরে উচ্ছ্বসিত অনুভব করছেন বলে জানান তিনি। শনিবার (১১ জানুয়ারি) মুসলিম বিশ্বের নারী শিক্ষার উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহন করতে এসে এ কথা জানান তিনি।
ইসলামিক বিশ্বে নারীশিক্ষা বিষয়ক বিশ্বব্যাপী এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি এখন পাকিস্তানে অবস্থান করছেন।
পাকিস্তানে পৌঁছে মালালা বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও খুশি।
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১২ সালে স্কুলছাত্রী মালালাকে পাকিস্তানি তালেবানরা গুলি করে এবং এরপর তিনি বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পর মাত্র কয়েকবার তিনি দেশে আসেন।
সম্মেলনে রোববার (১২ জানুয়ারি) মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
শুক্রবার এক এক্স বার্তায় এই নোবেল জয়ী বলেন, আমি সব মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার কথা বলবো।
তাছাড়া আফগান নারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের কেন তালেবানকে জবাবদিহি করতে হবে সে বিষয়েও কথা বলবেন মালালা।
এদিকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ ব্যাপারে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্বে আফগানিস্তানই হচ্ছে একমাত্র দেশ যেখানো নারী ও শিশুরা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।

আরও খবর

🔝