gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আশুরায় ডুবে মরেছিল মিশরের দুঃশাসক ফেরাউন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে উপসহকারী প্রকৌশলীর দুর্নীতি অভিযোগ
সাবেক এমপিদের ৩ ল্যান্ডক্রুজার মোংলা বন্দরে নিলামে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৪:৩৬:০০ পিএম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
GK_2025-01-14_678631bbd1ded.jpg

শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যের ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের তিনটি বিলাসবহুল গাড়ি মোংলা বন্দরে নিলামে উঠেছে। এরমধ্যে একটির জন্য দরপত্র (বিট) দাখিল হলেও বাকি দুটির জন্য কেউ দরপত্র জমা দেয়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে সেটি ব্যবহারের সুযোগ পাননি এমপিরা।
এর আগে গত বছরের ১৭ জুলাই গাড়ি তিনটি মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। তারা সবাই এখন পলাতক রয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, দীর্ঘদিন এ তিনটিসহ ৩০০ গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এ বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে। তার আশা দ্রুত আমদানিকারকরা এ সমস্যার সমাধান করবেন।
মোংলা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, গত বছরের ১৭ জুলাই সাবেক এমপিদের তিনটি ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের প্রাডো গাড়ি আমদানি করা হয়। এরপর এ গাড়ি তিনটি সময়মতো কেউ ছাড়িয়ে না নেওয়ায় গাড়ি তিনটি নিজের অধীন নেয়। এরপর গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা হয়। পুনরায় এ তিনটি গাড়ি নিলামের জন্য তারিখ ঘোষণা করা হবে।

আরও খবর

🔝