gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিনাইদহে আ‘লীগ নেতাসহ ২ জনের লাশ উত্তোলন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০৫:৪১:০০ পিএম
রাজিব হাসান, ঝিনাইদহ:
GK_2025-01-16_6788f184bebec.jpg

ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়ী চালক আক্তার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন।
আদালতের আদেশে আজ বৃহস্পতিবার সকালে আড়য়াকান্দি ও ভুপতিপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত দুজনের লাশ দাফনের ৫ মাস ১০ দিন পর উত্তোলন করা হয়।
নিহতের স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহিদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। সেসময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এতে হীরন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২'শ থেকে ৩'শ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা রুমনা আফরোজ আদেশ দেন।
থানায় এজাহার গ্রহনের পর মামলাটি তদন্তের জন্য আদালতের নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে স্বজনরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। হত্যা মামলার ঘটনায় কারা জড়িত রয়েছে তা পুলিশ তদন্ত করছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝