gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
কেশবপুরে কলাবাগানে মিলল কৃষকের মরদেহ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০৫:৪৬:০০ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
GK_2025-01-16_6788f24aa11f7.jpg

যশোরের কেশবপুরে কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিবরিয়া শেখ উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, কৃষক কিবরিয়া শেখ বুধবার রাতে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশে থাকা তার হলুদের ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। বৃহ¯পতিবার সকালে ওই হলুদের ক্ষেতের পাশের কলাবাগানে এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে ওই কৃষকের মরদেহ ঘিরে আহাজারি করতে থাকে। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য মরদেহ উদ্ধার করে বৃহ¯পতিবার দুপুরে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

🔝