gramerkagoj
শনিবার ● ১ নভেম্বর ২০২৫ ১৭ কার্তিক ১৪৩২
gramerkagoj
কাবরেরা-বাটলার চুক্তি নবায়ন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০৭:৩৬:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-16_67890bb969016.jpg

গত বছর ডিসেম্বরের ৩১ তারিখ চুক্তি শেষ হয়েছে বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের দুই কোচের। তাদের দু’জনের সঙ্গেই আবারও চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এছাড়া সাফ জয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বর্তমানে ছুটিতে আছেন দুই কোচ। সামনে ফুটবলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। দ্রুতই তারা দেশে ফিরবেন এমনটাই জানিয়েছেন বাবু। এছাড়া নারী দলের ক্যাম্প ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকারি কোচরা ক্যাম্পের ফুটবলারদের ট্রেনিং করাচ্ছেন। কোচ পিটার বাটলারের সঙ্গে সমন্বয় করেই ট্রেনিং পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর

🔝