gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মেডিকেলের ভর্তি পরীক্ষা শেষ হলো
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ১১:৫০:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-17_6789ef980f455.jpg

মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হলো। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টাকা থেকে ১১ টা পর্যন্ত রাজধানীর ঢাকার ১৬ কেন্দ্রে এবং দেশের মোট ১৯ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, বাইরে শত শত অভিভাবক অপেক্ষা করছেন। নিয়ম মাফিক পরীক্ষা দিয়ে বের হচ্ছেন পরীক্ষার্থীরা।
এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছরে আসনপ্রতি লড়েছেন ২৫ জন শিক্ষার্থী।
ঢাকা মহানগরের ১৬টি ভেন্যুর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস), বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (নিউ বেইলি রোড), সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলি রোড), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও), সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজে (মহাখালী)।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝