gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুমিল্লায় আ'লীগের সেক্রেটারি হলেন জামায়াত সভাপতি
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ১২:৫৯:০০ পিএম
কুমিল্লা প্রতিনিধি:
GK_2025-01-17_6789fc3b96d14.jpg

কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ওই ওয়ার্ডের জামায়াতের সভাপতি নির্বাচিত করা হয়েছে।
জানা গেছে, তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনার পতনের পর তিনি জামায়াতে ইসলামীর সভাপতি হন।
শনিবার (১৮ জানুয়ারি) ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে আবু হানিফ বলেন, আমি আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর নির্বাচনি এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের সঙ্গে মৌখিকভাবে জড়িয়েছি।
তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, আবু হানিফ অনেক আগে থেকেই আমাদের কর্মী। তিনি যেহেতু মেম্বারি করে, তাই পরিস্থিতির কারণে তাকে আওয়ামী লীগের সঙ্গে জড়াতে হয়েছে। আমাদের সংগঠনে হুট করে এসে পদ-পদবি পাওয়ার সুযোগ নেই।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত আবু হানিফ। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝