gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০২:১২:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-17_678a0f20d0e9c.jpg

কুমিল্লার আদর্শ সদরে মহানগর আওয়ামী লীগের নেতা কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের একটি অভিযানে কুমিল্লা নগরীর সার্কিট হাউস সংলগ্ন নিজ বাসভবন তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ক্যাম্প-১ থেকে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৩টায় সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেফতার করা হয়। কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন তিনি।
তিনি প্রাক্তন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করার লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন বলে জানা যায়।
কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানায় সেনাবাহিনী।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে ৩টায় কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝