gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভারতে পাচারকালে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারি গ্রেফতার
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০২:৩৫:০০ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2025-01-17_678a164765c36.jpg

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান। তাকে সহায়তা করেন এসআই মোহন রায় ও অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজার থানাধীন শ্রীপুর গ্রামের কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানে ২,৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন উদ্ধার করা হয় এবং রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা।
দোয়ারাবাজার থানা পুলিশ জানায়,
গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝