gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আটক ৩
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৬:৩৩:০০ পিএম
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:
GK_2025-01-17_678a4ecdda8af.jpg

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাউনিজ কুড়াল ও লোহার রড উদ্ধার ও একটি মটর সাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ডাকাত দলের সদস্যরা ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্প নগরী এলাকার জনি মন্ডল (২৫) ও পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী বারবাজার ফাড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ এজাহারে উল্লেখ করেছেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে একদল পুলিশ ফোর্স ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলে ৩ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে। তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধারসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রাতেই কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জন সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম তালুকদার বলেন, পুলিশের অভিযানে ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকীদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝