gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ চৌগাছায় গুড়মেলার শেষ দিনে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি

বাজারজাত ভালোভাবে করতে হলে গুড়ের ডিমান্ড ক্রিয়েট করতে হবে
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৮:১২:০০ পিএম
শাহানুর আলম উজ্জ্বল, চৌগাছা (যশোর):
GK_2025-01-17_678a658884b08.jpg

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন খেজুর গুড়ের বাজারজাত ভালোভাবে করতে হলে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। এই পণ্য বিক্রির জন্য ব্রান্ডিং করতে হবে।
তিনি বলেন ক্রেতারা নিশ্চিত হয়না যে গুড় পাওয়া যায় তা কি এক নাম্বার নাকি দুই নাম্বার। গুড়ে কতটুকু পরিমাণ চিনি মেশানো আছে তা নিয়ে সংশয়ে থাকেন ক্রেতারা। এই সংশয় দূর করতে হবে।
তিনি উদাহরণ টেনে বলেন, জাপানিদের সহায়তায় যশোরের খাজুরাতে একটি প্রকল্প চলেছে। তারা সুন্দর মাটির পাত্রে গুড়-রস সংরক্ষণ করেছে। মানসম্মত গুড় উৎপাদন করলে এই ধরনের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন যা আমি আশা করেছিলাম তার চেয়ে বেশি করেছে উপজেলা প্রশাসন। মেলার শেষ দিনে উপস্থিত থাকতে পেরে ভীষন ভালো লাগছে। তিনি বলেন, যশোরের জিআই পণ্য খেজুর গুড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় তিনি যশোরের ঐতিহ্য টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি শুক্রবার বেলা ১২টায় উপজেলা চত্বরে যশোরের ঐতিহ্য ধরে রাখতে তিনদিনব্যাপী গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তৃতায় উল্লেখিত কথাগুলো বলেন।
সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক রেজাউল হক পিপিএম এবং যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম শওকত আলী, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, এমএম বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার বালি আবুল কালাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দীন খান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রহিদুল ইসলাম খান, জামায়াত নেতা কামাল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, নূরুল কদর ও আব্দুল হামিদ মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খেজুরগাছ চাষি, গাছি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মেলার সেরা গাছি সঞ্চডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক, হয়াতপুরের আব্দুল গাজী ও রাজাপুরের মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রধান অতিথি চৌগাছা থানা পরিদর্শন করেন। সেখানে পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়া, তিনি দক্ষিণ কয়ারপাড়ায় নিজ গ্রামের মসজিদে জুমার নামাজ আদায় করেন। একইসাথে তিনি নিজ গ্রামের বিভিন্ন লোকজনের খোঁজখবর নেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝