gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আগুনে পুড়লো সেন্ট মার্টিনের ৩টি রিসোর্ট সেন্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৮:৫৪:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2025-01-17_678a6f5374f75.jpg

কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আগুনে পুড়ে গেছে ৩টি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ। এতে কোনো পর্যটক হতাহত হননি। তবে তাদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ও সাইরি ইকো রিসোর্টে আগুন লাগে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান। প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টে মালিকদের বরাত দিয়ে ওই ইউপি চেয়ারম্যান বলেন, মধ্যরাতে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনাকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। এতে সাইরির অভ্যর্থনাকক্ষ, পাশে থাকা বিচ ভ্যালির ১৮টি কক্ষ, কিংশুক ইকো রিসোর্টে ৭টি কক্ষ পুড়ে যায়। বাতাস থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ভুক্তভোগী ব্যক্তিরা জানান। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেষ্টায় বুধবার ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিচ ভ্যালির ইকো রিসোর্টে ঢাকা থেকে বেড়াতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি বলেন, আগুনের সূত্রপাতের সময় অধিকাংশ পর্যটক রিসোর্টের বাইরে ছিলেন। এ কারণে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে অধিকাংশ পর্যটকের মালামাল পুড়ে গেছে। তাঁরা নির্ঘুম রাত কাটিয়েছেন। কটেজগুলোয় আগুন নিয়ন্ত্রণের বিকল্প কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সব কটি কক্ষ পুড়ে গেছে। দ্বীপের বাসিন্দা ও সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে সাইরি ইকো রিসোর্টে আগুন লাগে। এরপর সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়া- না যাওয়া, সেখানে ব্যবসায়ীদের হতাশা, ক্ষোভ ইত্যাদি নানা বিষয় নিয়ে গত পাঁচ মাস নানারকম আলোচনা-সমালোচনা চলছে। এটা নিয়ে রাজনৈতিক বক্তব্যও কম আসেনি। এজন্য সেন্টমার্টিনের রিসোর্ট সেন্টারগুলোতে গত মঙ্গলবার রাতের এই অগ্নিকান্ডের ঘটনা কোনো নাশকতা কি না তা খতিয়ে দেখা দরকার।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝