gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে উপসহকারী প্রকৌশলীর দুর্নীতি অভিযোগ ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা
নারীদের সুরক্ষায় অভিনব জুতা আবিষ্কার
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি , ২০২৫, ০৪:০৫:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-30_679b437ac8977.jpg

বিশ্বজুড়ে নারীদের যৌন হয়রানির অভিযোগ নতুন সমস্যা নয়। নারী নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলছে। ঘরে কিংবা বাইরে সব জায়গাতেই প্রতিনিয়ত বখাটেদের বেপরোয়া উৎপাতের শিকার হতে হচ্ছে নারীকে। বিশেষ করে ভারতে নারীদের ওপর যৌন হেনস্তার মাত্রা চরমে। এমন পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় এক অভিনব জুতা আবিষ্কার করেছে ১০ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস ও লোকেশন ট্র্যাকিং করা যাবে। যার মাধ্যমে দ্রুত সহায়তা পাওয়া যাবে পুলিশ কিংবা স্বজনদের।
ঋত্বিক সাহা শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্যে নারী সুরক্ষায় স্মার্ট জুতা বানিয়েছে ঋত্বিক। ৩ হাজার টাকা খরচ করে মাত্র ১০ দিনে এই স্মার্ট জুতা বানিয়েছে এই শিক্ষার্থী। তবে সে একা নয়, ঋত্বিককে সাহায্য করেছে তার বন্ধুরাও।
এই জুতোর মধ্যেই থাকছে একটি চিপ। এই চিপ দিয়ে যেমন জিপিএস ট্র্যাকিং করে কারও অবস্থান জানা যাবে, তেমনই বিপদে পড়লে পাঠানো যাবে জরুরি এসএমএস।
ঋত্বিক জানায়, এই জুততে রয়েছে ইলেকট্রিক শক। কোনো নারী রাস্তায় খারাপ লোকের হাতে আক্রান্ত হলে জুতার সাহায্যে প্রাণ বাঁচাতে পারবে। শুধু তাই নয়, জুতায় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে মেসেজ পাঠাবে। এছাড়াও জুতায় থাকা জিপিএসের মাধ্যমে লাইভ লোকেশনও জানতে পারবেন পরিবারের সদস্যরা।
এই জুতা বানিয়ে শান্তিপুরজুড়ে এখন রীতিমতো আলোচনায় ঋত্বিক। দশম শ্রেণির ছাত্রের এই অভিনবআবিষ্কারে মুগ্ধ বিদ্যালয়ের শিক্ষকরাও। পরিবারের সদস্যরাও গর্ববোধ করছেন। ঋত্বিকের ইচ্ছা বড় হয়ে আরো নতুন নতুন আবিষ্কার করবে।

আরও খবর

🔝