gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
‘ভোটের জন্য বছরের পর বছর বিএনপি লড়াই করেছে’
প্রকাশ : শনিবার, ১ ফেব্রুয়ারি , ২০২৫, ০৪:৪৪:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-02-01_679df31e0439c.jpg

একটা ভোটের জন্য বছরের পর বছর ধরে বিএনপি লড়াই করেছে বলে জানিয়ে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বাজারে চাল, ডাল, বিদ্যুৎ কোনোকিছুর দামই কমেনি। মেহনতি মানুষরা নিদারুণ কষ্টে রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গেছে। আপনারা সময় নিন, সমস্যা নেই। কিন্তু আমাদের বলুন এই ছয় মাসে কি করা হয়েছে। সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না।
শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য। যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। তারা বলতো, তারেক এসে দেশ চালাবে এজন্য ভোট দেব? শেখ হাসিনা বলেছিল, ভোট চান নাকি উন্নয়ন চান? কারণ উন্নয়ন হলেই তো তার ৫০ শতাংশ তাদের পকেটে চলে যায়। সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসতো ভারত থেকে। সেই ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে, ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে নাকি! ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?
তিনি বলেন, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। স্বাধীনতার পর একটি দল যখন বলছিল এই দেশ আমার, এই মানুষ আমার, বঙ্গবন্ধু জাতির পিতা। সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাংক চলেছে, সেই ট্যাংকে মানুষ ফুলের মালা দিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, হাসিনা আবার ফিরে আসার চক্রান্ত করছে। অথচ ছয় মাস হয়ে গেলেও এদের কোনো বিচার করা হচ্ছে না। যারা হাজারো কোটি টাকা লুট করেছে, তাদেরও ধরা হয়নি। উলটো মানুষের ওপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না। ক্ষমতায় থেকে অনেকেই রাজনৈতিক দল করতে চাচ্ছেন। রাজনৈতিক দল করা হোক সমস্যা নেই, কিন্তু যারা দল করতে চাচ্ছেন তারা ক্ষমতায় থাকতে পারবেন না।
সমাবেশে উপস্থিত ছিলেন— সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীন প্রমুখ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝