শিরোনাম |
❒ চিকিৎসক ডা. রাসেল
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত পাঁচদিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। অনশন কর্মসূচি পালন করাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সংবাদ সম্মেলনে তিনি অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান৷
তিনি বলেন, “অনশনের কারণে ডিহাইড্রেশন অবস্থায় কিডনি তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না৷ অনশনে থাকা ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কিজনক। যাদের প্রসাব তৈরি হচ্ছে না। তিনজনের মধ্যে একজনের প্রবাস হচ্ছে না। কিডনি প্রসাব তৈরি করার জন্য যে প্রক্রিয়া থাকে, তা বাধাগ্রস্ত হচ্ছে।”অনশনরত এ ৩ জন শিক্ষার্থী হলেন, বাংলা বিভাগের রানা আহমেদ (২০২০-২১), মার্কেটিং বিভাগের রাশেদুল ইসলাম রাশেদ (২০২০-২১) ও গণিত বিভাগের রায়হান (২০২০-২১)।
গত ২৯ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি শুরু করে।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, কলেজের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বেলাল আহমেদ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের রানা আহমেদ, গণিত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আমিমুল ইসলাম, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ, অর্থনীতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ইউসুফ আলী।