gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে চার ধরনের জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি চিকুনগুনিয়া জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
একুশ আমার অহংকার
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:৫৬:০০ এএম
কাগজ সংবাদ:
GK_2025-02-03_67a0cb0b66021.jpg

পাকিস্তানের শাসকরা রাষ্ট্রের ভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠার দুরভিসন্ধি নিয়ে এগোতে থাকে। কিন্তু মায়ের ভাষা বাংলা ভুলে নতুন ভাষা শেখার কথা চিন্তাও করতে পারে না বাঙালী। তাদের উপলব্ধি হয়, শুধু ভাষার প্রতি নয়, এ আঘাত বাঙালী সংস্কৃতির ওপর। প্রতিবাদে তাই ফেটে পড়ে তারা। বিশেষ করে ছাত্ররা বাংলার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হয়। এরপরও ভীষণ স্পর্ধা দেখিয়ে চলে গোঁয়ার পাকিস্তানীরা।
১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি আবারও রাষ্ট্রভাষা উর্দু করার খায়েশের কথা জানান প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন। ১০ দিন ধরে পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থান সফর করে ৩ ফেব্রুয়ারি বিকেলে গবর্নমেন্ট হাউসে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় পাকিস্তানের নিরাপত্তা ও অখন্ডতার স্বার্থে একটিমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি।
শুধু তাই নয়, খাজা সাহেব এদিন বেশ কঠোর ছিলেন বলে মনে হয়। তার বক্তব্যটি ছিল, এ রকম আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হতে চলেছে, অন্য কোন ভাষা নয়। তবে এটা যথাসময়ে হবে। তিনি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নাকচ করেন দেন। তবে হুঙ্কারে কোন কাজ হয় না। বরং সংগঠিত হওয়ার তাগিদ বোধ করে বাঙালী।
মায়ের ভাষার মর্যাদা রক্ষার নতুন শপথ নেয় তারা। সে শপথের পথ ধরেই জন্ম নেয় ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি, ১৯৬৬ এর ৬ দফা। আর এ বিশাল পথ বেয়েই জন্ম নেয় বাংলাদেশ।

আরও খবর

🔝