gramerkagoj
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বোয়ালখালীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন আহত
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০১:২৯:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2025-02-04_67a1b51f95e7e.jpeg

চট্টগ্রামে বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২জন আহত হয়েছেন। আহতরা হলেন, মোটরসাইকেল চালক মো. তৌহিদুল ইসলাম (৩২) ও অটোরিকশা যাত্রী মো. সোহেল (৩০)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কানুনগোপাড়া সড়কের গোমদণ্ডী খায়ের মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে বাইক চালক তৌহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. সোহেল নামে একজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝