শিরোনাম |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় যশোর জেলার হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়ে খুলনা বিভাগীয় দলে জায়গা করে নিয়েছেন আল জান্নাত জিহাদ, আফিফ হাসান লিখন, সিয়াম হোসেন ও আরিয়ান রহমান।
যশোরের এই চার ক্ষুদে ক্রিকেটার আগামী বৃহস্পতিবার খুলনায় বিভাগীয় দলে যোগ দেবেন বলে জানা গেছে। আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তারা যাবে খেলার ভেন্যু কক্সবাজারে।
খুলনা বিভাগীয় দলে রয়েছেন ২০ জন ক্রিকেটার। এসব ক্রিকেটারদের মধ্যে থেকে মূল স্কোয়াড গঠন করা হবে ১৪ জনকে নিয়ে। বিভাগীয় দলে কোচের দায়িত্ব পেয়েছেন যশোরের ক্রিকেট অঙ্গনের আলোচিত মুখ আজিমুল হক।