gramerkagoj
বুধবার ● ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৩০ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
১০ কোটি টাকার ডায়মন্ডসহ আটক হাফিজুর রিমান্ডে
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৮:৩৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-02-04_67a227148ae07.jpg

যশোরের শার্শা সীমান্ত থেকে প্রায় ১০ কোটি টাকার ডায়মন্ডের গহনাসহ আটক হাফিজুরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ আদেশ দেন। আটক হাফিজুর রহমান শার্শার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে।
গত বৃহস্পতিবার ভোরে ২১ বিজিবির অধিনায়ক, লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নির্দেশনায় পাঁচভুলট বিওপির টহল দল সীমান্ত বদিপাড়া রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় পাঁচভুলট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানযোগে হাফিজুরকে আসতে দেখে টহল দলের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। তিনি একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। পরে হাফিজুরের দেহ তল্লাশি করে বিশেষ স্থানে লুকিয়ে রাখা সাত পিস আংটি, পায়েল দু’পিস, ব্রেসলেট এক পিস, বালা তিন পিস ও ১২ পিস নাকফুল উদ্ধার করা হয়। যার দাম নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৭০ টাকা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝