gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ীকে মারধর, বাড়িতে হামলা ও গাড়িতে আগুন দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা নির্বাচন পিছিয়ে দেওয়ার অজুহাত আর চলবে না : মঈন খান গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত স্ত্রী-সন্তান “আমরা কী ধরনের দেশে বাস করছি?” নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মান, চিঠি দিয়েও নিরুপায় এলজিইডি স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করলেন স্বামী, ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করল র‌্যাব মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যপ্রাচ্যে ট্রাম্পের তত্ত্ব ব্যর্থ : ইরান আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
এতদিন কেন ‘গৃহবন্দি’ ছিলেন নায়িকা পপি ?
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৮:৪৭:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-02-04_67a228ceba0d5.jpg

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি পুরান ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বছরখানেক আগে- এমন সংবাদে বেশ শোরগোল পড়েছিল। এবার পপির বিরুদ্ধে তার বোনের করা এক মামলায় আবারও প্রকাশ্যে আসলেন সেই ব্যক্তি। সেসময় নায়িকাকে বিয়ের কথা অস্বীকার করলেও এবার জানালেন, তিনিই পপির স্বামী। কিন্তু কেন তখন পপিকে তিনি অস্বীকার করেছিলেন? বিয়ের পরও কেন লোকচক্ষুর আড়ালে গিয়ে গৃহবন্দি ছিলেন অভিনেত্রী?
পপির সঙ্গে যে ব্যক্তির নাম জড়ায় তিনি হলেন পুরান ঢাকার জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল। সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন তিনি।
কামাল তখন বলেন, পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।
ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন।
তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।
তবে মামলার জিডি ও ব্যবসায়ী কামালের সাম্প্রতিক বক্তব্য থেকে জানা যায়, তিনিই পপির স্বামী। এছাড়া তাদের চার বছররের একটি পুত্রসন্তানও রয়েছে। নাম আয়াত।
জানা যায়, পরিবার চাপের কারণেই নাকি তখন পপিকে প্রকাশ্যে আনতে পারেননি কামাল। তাই ছেলেকে নিয়ে ধানমন্ডিতে বাসায় একপ্রকারের গৃহবন্দি থাকতেন নায়িকা। সেসময় স্বামীর পরিবার পপিকে কোনোভাবেই মেনে নেননি। যদিও এখনও মেনে নিয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
তবে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন এবং মাঝেমধ্যে ঢাকায়ও আসেন।
এদিকে পপির বোনের করা জিডি সূত্রে বলা হয়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
জানা যায়, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে, তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন।

 

 

আরও খবর

🔝