gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
যশোরে পুলিশের অভিযানে সাত জুয়াড়ি আটক
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৩:২০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-02-16_67b1add9ee0e4.jpg

যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাত জুয়াড়িকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪ সেট তাস এবং জুয়ার বোর্ড থেকে টাকা উদ্ধার হয়েছে।
জেলা পুলিশ সূত্র থেকে তথ্য মিলেছে, ১৫ ফেব্রুয়ারি রাতে শার্শা থানার অফিসার ইনচার্জ কে.এম রবিউল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয় উপজেলার বিভিন্ন অঞ্চলে। ওই থানার এসআই হযরত আলীসহ সঙ্গীয় অফিসার ফোর্স শার্শা উপজেলা পরিষদের পাশে বাবুর চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় চার সেট তাস ও জুয়া খেলার ২ হাজার ১শ’৬৪ টাকা উদ্ধার হয়। জুয়া খেলার সাথে জড়িত থাকায় আটক করা হয় শার্শা রেললাইন পাড়ার রফিকুল ইসলাম (৪৭) জুবায়ের হোসেন(৫০), আক্তারুল ইসলাম (৩৪), বাবু (৩৪), শ্যামলা গাছির নেদা (৫০), সরূপদাহ মাঠপাড়ার আব্দুল লতিফ (৬০) ও শ্যামলা গাছির মানিক ঢালী (৩৮)। আসামিদের বিরুদ্ধে শার্শা থানার মামলা হয়েছে।

আরও খবর

🔝