শিরোনাম |
❒ যৌথ বাহিনীর অভিযান
গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলরসহ ৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, গাঁজা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাত ৯টা থেকে শুরু হয় অভিযান। চলে রাত ১০টা পর্যন্ত।
আটকরা হলেন- গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, আবু হোসেন, ডিপ্টি মিয়া। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, জেলা শহরেরর প্রাণ কেন্দ্রে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরি। রাতে জুয়া, মাদকসহ নানা অকর্ম চলছে, এমন সংবাদের ভিত্তিত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে সেনাবাহিনী ও সদর থানা-পুলিশ অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে মাদক (গাঁজা) ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ ৮ জনকে আটক করা হয়। পরে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, যৌথ বাহিনী অভিযান করে ৮ জনকে আটক করেছে। এরমধ্যে ২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।