gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম 'সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা' 'রিফাইন্ড আওয়ামী লীগ আসছে এপ্রিল-মে থেকে, তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে' আসিফ মাহমুদ বললেন, ‘ আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক’ বুড়িমারী স্থলবন্দর ৮দিনের বন্ধ গাইবান্ধায় মলম পার্টির নারী সদস্য গ্রেফতার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের পর এবার মন্তব্য করলেন আসিফ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ রাজশাহীর ৯১৬ চাল মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ এক উঠোনে আযান ও উলুধ্বনি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

❒ ছাত্র জনতার গণঅভুথ্যান

আহত ছাত্রদের রাঙ্গামাটি জেলা পরিষদের সংবর্ধনা ও চেক বিতরণ
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৪:৫০:০০ পিএম
আহমদ বিলাল খান, রাঙামাটি প্রতিনিধি:
GK_2025-02-16_67b1c319be2d0.jpg

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে ছাত্র জনতার গণঅভুথ্যানে রাঙ্গামাটি পার্বত্য জেলার আহত ছাত্রদের সংবর্ধনা প্রদান ও জেলা পরিষদের ব্যবস্থাপনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিবাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। এ সময় তিন ক্যাটাগরিতে ৮ (আট) জন আহতের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও পরিষদের সকল সদস্যবৃন্দ।
সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন—
মো. আমান উল্লাহ, মো. ইমরান দুই জনকে জনপ্রতি ১ লাখ টাকার চেক দেওয়া হয়।
মো. উসমান হারুন, মো. আবদুল হক, রাকিব হাসান তিন জনকে জনপ্রতি ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়।
মো. কামরুল হাসান কাদের, নবাব শরীফ সজীব, আবদুল আহাদ তিন জনকে জনপ্রতি ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।
পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম, প্রনতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ, ক্যওসিংমং সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙামাটির নেতারা।

আরও খবর

🔝