gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
মালিতে স্বর্ণের খনি ধসে ৪৮ জন নিহত
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:১৯:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-02-16_67b1c9e043220.jpg

আফ্রিকার দেশ মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত সোনার খনি ধসে ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে বলে রোববার (১৬ ফেব্রুয়ারি) এএফপি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
মালি আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও অবৈধ খনি কার্যক্রমের কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকার এই অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে যখন এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি।
স্থানীয় পুলিশের বরাতে এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় ভূমি ধসে ঘটনা ঘটে। ভূমিধসে মৃতের সংখ্যা ৪৮ জন। নিহতদের বেশির ভাগ অল্পবয়সী নারী। যার মধ্যে একজন তার সন্তানকে পিঠে নিয়ে যাচ্ছিল।
স্থানীয় একটি পরিবেশ সংস্থার প্রধান এএফপিকে বলেছেন, ভুক্তভোগীদের জন্য অনুসন্ধান চলমান রয়েছে। এটি একটি অবৈধ খনি। এই অঞ্চলে এই ধরনের খনির শোষণে অনেক জটিলতা রয়েছে।
সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবারের দুর্ঘটনাটি পূর্বে একটি চীনা কোম্পানি দ্বারা পরিচালিত একটি পরিত্যক্ত স্থানে ঘটেছে।
এ বছরের জানুয়ারিতে দক্ষিণ মালিতে একটি সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে নিখোঁজ হন, যাদের বেশিরভাগই মহিলা।

আরও খবর

🔝