gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম 'সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা' 'রিফাইন্ড আওয়ামী লীগ আসছে এপ্রিল-মে থেকে, তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে' আসিফ মাহমুদ বললেন, ‘ আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক’ বুড়িমারী স্থলবন্দর ৮দিনের বন্ধ গাইবান্ধায় মলম পার্টির নারী সদস্য গ্রেফতার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের পর এবার মন্তব্য করলেন আসিফ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ রাজশাহীর ৯১৬ চাল মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ এক উঠোনে আযান ও উলুধ্বনি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
বালুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ২
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:২৭:০০ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2025-02-16_67b1cbb7b2a18.jpg

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বৈশেরপাড় এলাকায় বালুবাহী নছিমন উল্টে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নয়ন মিয়া (১৪), তিনি মইনপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
আহত দুইজন হলেন— একই গ্রামের জমশের আলীর ছেলে দুলাল মিয়া (২০) এবং আপ্তাব আলীর ছেলে ইমন মিয়া (১৮)। আহতদেরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হলে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
পুলিশ ও আত্মীয় স্বজনদের নিকট থেকে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শহীদ মিনার এলাকা থেকে বালুবাহী নছিমন গাড়ি হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। বৈশেরপাড় এলাকায় আসার পর হঠাৎ গাড়ি উল্টে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেসময় একটি নছিমন গাড়ি বৈশেরপাড় এলাকার ধানী জমিতে উল্টো অবস্থায় পাওয়া যায়। গাড়িটি স্থানীয় মেম্বার মুর্শেদ মিয়ার জিম্মায় রাখা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত নয়ন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

🔝