gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
চাঁদপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৫:২৯:০০ পিএম
চাঁদপুর সংবাদদাতা:
GK_2025-02-16_67b1cc199747f.jpg

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুবি এলাকায় ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম কুমারডুবি এলাকায় পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। ইউসুফ পাটওয়ারী ওই এলাকার মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে।
এ সময় নিহত ইউসুফ পাটওয়ারীর বড় ভাই ইব্রাহীম পাটওয়ারীকেও (৬০) কুপিয়ে জখম করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় জড়িত মাইনুদ্দিন প্রধানিয়া (৬০), তার স্ত্রী হাজেরা (৪৩) ও ছেলে রমজানকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত দুই পরিবারের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়ই বাড়ির গাছ কাটা, পুকুর ব্যবহার করাসহ নানা কারণে বাগবিতণ্ডা লেগে থাকতো। রোববার সকালে পুকুর ব্যবহার নিয়ে ইউসুফের বড় ভাই ইব্রাহিম পাটোয়ারীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে টেনে হিচড়ে আসামিদের ঘরে নিয়ে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন। এ সময় ছোট ভাই ইউছুফ এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি কুপায় তারা। এতে ঘটনাস্থলেই ইউছুফ নিহত হন।
ইউসুফ পাটওয়ারী চাঁদপুর শহরের শপথ চত্ত্বর মোড়ে মেহেদী মোবাইল হাউজ নামে একটি শো-রুম রয়েছে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। এ ঘটনার তার গ্রামের বাড়ি ও মোবাইল ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ছাড়া ইউসুফ পাটওয়ারী শাহমাহমুদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর ইউসুফ পাটওয়ারীর বাড়িতে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

🔝