gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
১৪ বছর পর হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কাউন্সিল
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:২১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২১ মার্চ , ২০২৫, ০৩:৫৮:৪০ পিএম
কাগজ সংবাদ ::
GK_2025-02-16_67b1e715b0b48.jpg

দীর্ঘ ১৪ বছর পর আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলের জন্য অ্যাড. মো. ইসহককে (আইনজীবী) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে বাকি সদস্য হিসেবে রয়েছেন- অ্যাড. আনিসুর রহমান মুকুল (আইনজীবী), অধ্যক্ষ মকবুল হোসেন (শিক্ষক), ডা. এস এম রবিউল আলম এবং সাইফুল ইসলাম সজল (সাংবাদিক)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সর্বশেষ ২০১০ সালে যশোর জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল। ওই কাউন্সিলের মধ্য দিয়ে শহিদুল ইসলাম নয়ন চৌধুরীকে সভাপতি এবং অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৪০ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালের এপ্রিলে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম এবং সদস্য সচিব করা হয় বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে।

আরও খবর

🔝