gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
অনুশীলনে ফিরবেন বিদ্রোহী নারী ফুটবলাররা
প্রকাশ : রবিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:৫৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-02-16_67b1eef02886f.jpg

বিদ্রোহের পথ থেকে সরে এসেছেন বাংলাদেশের জাতীয় নারী ফুটবলররা। পিটার বাটলারের অধীনে অনুশীলনে সম্মত হয়েছেন তারা। রোববার বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তবে এ বিষয়ে নারী ফুটবলাররা এখনো গণমাধ্যমকে পরিষ্কার কিছু জানাননি।
আলোচনা শেষে গণমাধ্যমকে কিরণ বলেন, সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি। তারই ধারাবাহিকতায় এদিনও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না। আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আমরা সংযুক্ত আরব আমিরাত যাব ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। দল চলে গেলে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে। আমি ১৮ জনের সঙ্গেই বসেছি। এটা ১৮ জনেরই মুখের কথা।
বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে বলে বিশ্বাস কিরণের। অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই। অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। ফুটবলাররা আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।

আরও খবর

🔝