শিরোনাম |
যশোরের চৌগাছায় রহস্যজনকভাবে আগুন লেগে তিনজন কৃষকের পানের বরজ সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে পানের বরজে আগুন ধরে গেলেও মানতে নারাজ স্থানীয় বিদ্যুত বিভাগ। তারা বলছেন বৈদ্যুতিক কারণ নয়, অন্য কোন কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।
স্থানীয়রা জানান, উপজেলার সুখপুকুরিয়া মাঠে কৃষক মিজানুর রহমান, মাহাবুর রহমান ও সেলিম রেজার ১০ কাঠা করে মোট ৩০ কাঠা জমিতে পান চাষ রয়েছে। দুই বছর থেকে চার বছর পর্যন্ত পানের বয়স হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার বিকালে হঠাৎ পানের বরজে আগুন ধরে যায়। বরজের কাছে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুন ধরে মুহুর্তে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পানের বরজ দাউদাউ করে জ¦লতে থাকে। তাদের চোখের সামনে নিজেদের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। তারপরও তারা কিছু করতে পারেন না। যার ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
এছাড়া বিগত বছরে একই মাঠে আলাউদ্দীনের প্রায় পাঁচ বিঘা পানের বরজ একইভাবে ভস্মিভূত হয়। সে সময় তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছিল। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন ক্ষতিগ্রস্ত পানক্ষেত পরিদর্শন করেন। সে সময় ওই কৃষক দাবি করেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। তারপরও বিষয়টি কেউ আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এমনকী বিদ্যুৎ বিভাগ থেকেও এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হয়নি।
এ বিষয়ে পুড়াপাড়া বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জনির সাথে কথা বললে তিনি বলেন, বৈদ্যুতিক ও ট্রান্সফরমার ব্লাস্টের কারণে আগুন লাগেনি। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান। যদি বৈদ্যুতিক কারণে ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ দেয়া হবে।