শিরোনাম |
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যশোর জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন যশোর জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রেজওয়ান আহমেদ, দাওয়াহ সম্পাদক হাসিবুর রহমান, তথ্য গবেষণা প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফ বিল্লাহ, প্রকাশনা দপ্তর সম্পাদক রফিকুল হক রিফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক তারিক আল হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান সামাউন, কওমী মাদরাসা সম্পাদক হুসাইন আহমেদ, আলিয়া মাদরাসা সম্পাদক মাসুদুর রহমান, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আবু হুরায়রা।