gramerkagoj
সোমবার ● ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১
gramerkagoj
যৌনকর্মীর প্রেম নিয়ে বানানো ছবির অস্কার জয়
প্রকাশ : সোমবার, ৩ মার্চ , ২০২৫, ১২:১৪:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-03-03_67c548f251db7.jpg

অস্কার জয় করলো একজন যৌনকর্মীর প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আনোরা’, যে তরুণী এক রুশ ধনীর দুলালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন জীবনের সুযোগ পায়। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে ছবিটি। এরমধ্যে রয়েছে সবচেয়ে বড় সম্মান সেরা চলচ্চিত্রের স্বীকৃতি।
‘আনোরা’য় নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমি মুরকে ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির জন্য এই বিভাগে ফেভারিট ভাবা হচ্ছিল। কিন্তু তাকে হতাশ করে শেষ হাসি হেসেছেন মাইকি ম্যাডিসন। পুরস্কার গ্রহণের পর যৌনকর্মী কমিউনিটিকে ধন্যবাদ ও সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই আমেরিকান তারকা। শন বেকার কান উৎসবে স্বর্ণপাম জয়ী পরিচালক শন বেকার এবারের আসরে বড় দান মেরেছেন। তিনি একাই বাগিয়ে নিয়েছেন চারটি অস্কার! সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা চিত্রনাট্য পুরস্কার তিনটি একাই পেয়েছেন। এছাড়া সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবেও অস্কারের সোনালি ট্রফি এসেছে তার হাতের মুঠোয়। অস্কারের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে পুরস্কার পেলেন। ১৯৫৩ সালে অস্কারের একই আসরে ওয়াল্ট ডিজনি চারটি ভিন্ন ভিন্ন ছবির জন্য চারটি পুরস্কার জিতেছিলেন। ২০২০ সালে ‘প্যারাসাইট’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে পুরস্কার জিতে বং জুন-হো কাছাকাছি চলে গিয়েছিলেন। ‘প্যারাসাইট’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতলেও সেটি গেছে দক্ষিণ কোরিয়ায়।

এবার অস্কার পুরস্কার পেলেন যারা

৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার হাতে অ্যাড্রিয়েন ব্রডি ও সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয়।
আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।
সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জোয়ি সালডানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে।
এবারের অস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:
সেরা ছবি: অ্যানোরা
সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা)
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটানিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানোরা (শন বেকার)
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো
সেরা শিল্প নির্দেশনা: উইকড
সেরা পোশাক পরিকল্পনা: উইকড (পল ট্যাজওয়েল)
সেরা চিত্রগ্রাহক: দ্য ব্রুটালিস্ট
সেরা চলচ্চিত্র সম্পাদনা: অ্যানোরা (শন বেকার)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা শব্দ সম্পাদনা: ডিউন: পার্ট টু
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা মৌলিক সুর সংযোজন: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: আই অ্যাম নট এ রোবট

 

আরও খবর

🔝