শিরোনাম |
এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। তারপর প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করে প্রায় পাকাপাকিভাবে বসবাস করতে থাকেন আমেরিকায়।
সম্প্রতি বলিউড পাড়ায় খবর ছড়িয়েছিল ২০২৫ সাল থেকে নিয়মিত অভিনয়ে ফিরবেন তিনি। সেই সম্ভাবনা থিতু হয়ে যাচ্ছে মুম্বইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে, প্রশ্ন উঠেছে বলিউড ছাড়ছেন কি অভিনেত্রী?
সম্পত্তি বিক্রির খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেধেছে। মুম্বইয়ে প্রিয়ঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ির মধ্যে চারটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন নায়িকা।
একের পর সম্পত্তি বিক্রির খবরে অনুরাগীদের মনে প্রশ্ন বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, বলিউডে সিন্ডিকেটের শিকার হয়ে অভিনয় থেকে নিজেকে সরে নিয়েছিলেন। অভিনয় ছাড়লেও নিয়মিত ভারতে যাতায়াত ছিল তার। সম্পত্তি বিক্রি কারণ হিসেবে অনেকে ধারণা করছেন, বলিউডকে বিদায় জানাতে তার এমন পদক্ষেপ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রিয়ঙ্কা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ৩ মার্চ প্রিয়ঙ্কা অন্ধেরির বিলাসবহুল বাড়িটি তার ফ্ল্যাটগুলি বিক্রি করেছেন। যার বাজার মুল্য ১৬ কোটি ৭০ লক্ষ টাকা। এর আগে মুম্বইয়ে আরও একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রিয়ঙ্কা।
আর ২০২৩ সালে লোখণ্ডওয়ালাতে একটি আবাসনে দু'টি পেন্টহাউ বিক্রি করেন ৬ কোটি টাকা।