gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
অভিনেত্রী পামেলা মারা গেছেন
প্রকাশ : শনিবার, ৮ মার্চ , ২০২৫, ০৩:৫৪:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-03-08_67cc13eda4d1b.jpg

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বার্তা সংস্থা এপির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার অফিস বলছে, ‘‘আত্মহত্যার’’ পর গত বুধবার পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে।
ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। নিজের বন্দুক মাথায় ঠেকিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেন অভিনেত্রী- এমনটি এসেছে মেডিকেল পরীক্ষায়, তবে বিষয়টি নিয়ে তদন্তও করছে পুলিশ।
এদিকে প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফ। একটি বিবৃতি জারি করে তিনি বলেছেন, পামেলার সাম্প্রতিক মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, তবে এই চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে শোকপ্রকাশ এবং গোপনীয়তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তারা এই সিরিজ প্রথম পর্দা ভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করে তারা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন যুগল। বিবাহবিচ্ছেদের আগে নাকি পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন।

আরও খবর

🔝