শিরোনাম |
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বার্তা সংস্থা এপির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার অফিস বলছে, ‘‘আত্মহত্যার’’ পর গত বুধবার পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে।
ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। নিজের বন্দুক মাথায় ঠেকিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেন অভিনেত্রী- এমনটি এসেছে মেডিকেল পরীক্ষায়, তবে বিষয়টি নিয়ে তদন্তও করছে পুলিশ।
এদিকে প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রাক্তন স্বামী ডেভিড হ্যাসেলহফ। একটি বিবৃতি জারি করে তিনি বলেছেন, পামেলার সাম্প্রতিক মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, তবে এই চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে শোকপ্রকাশ এবং গোপনীয়তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তারা এই সিরিজ প্রথম পর্দা ভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করে তারা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন যুগল। বিবাহবিচ্ছেদের আগে নাকি পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন।