gramerkagoj
বুধবার ● ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ভবিষ্যত নিয়ে আশাবাদী মিরাজ কল রেকর্ড উদ্ধার করেছে ট্রাইব্যুনালের তদন্তকারী, দাবি তাজুল ইসলামের ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি রিয়াল-পিএসজি গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ইতিহাসের দায় নিচ্ছে ভারত সরকার : আখতার হোসেন বাগেরহাটে এ্যানজিন মেটাল ইন্ডাষ্ট্রিজের ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ আফগান নারীদের নিপীড়নে তালেবান নেতৃত্ব অভিযুক্ত, আইসিসির গ্রেপ্তারি আদেশ শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচার দরকার: ফখরুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এককালীন অনুদানের জন্য আবেদন আহবান অব্যাহত বৃষ্টিতে ব্যস্ততা বেড়েছে ছাতা কারিগরদের দলমত নয়, দায়বোধের জয়: জামায়াতপন্থী নেতাদের হাত ধরে শৈলকুপার ধরমপাড়া রাস্তায় ফিরল স্বস্তি

❒ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর

সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ কারবারী আটক
প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ , ২০২৫, ০৯:৫৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-03-11_67d05e436ef9e.jpeg

১১ মার্চ পৃথক ৩টি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ কারবারীকে আটক করেছেন। উপপরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই আটক ও উদ্ধার হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে।
তথ্য মিলেছে, এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর। যশোর সদর উপজেলার বারীনগর সাতমাইল বাজার থেকে মনিরা বেগম (৩০) নামে এক কারবারীকে ২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা ক্লাবপাড়ার বাসিন্দা। এছাড়া যশোর শহরের পুরাতনকসবা লিচুতলা এালাকা থেকে সালমা বেগম (৪০) নামে আরো এক কারবারীকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে মাদকদ্রব্যের একটি টিম। রাঙ্গিয়ারপোতার বাসিন্দা তিনি।
এদিকে, এদিন বিকেলে অপর এক অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকার রায়পুর দক্ষিণপাড়া থেকে জামাল উদ্দিন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পৃথক ৩টি ঘটনায় মামলা হয়েছে। এরমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ কোতোয়ালি থানায় দু’টি ও উপপরিদর্শক শেখ আবুল কাশেম বেনাপোল পোর্ট থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

আরও খবর

🔝