শিরোনাম |
চিকিৎসকরা চেষ্টা করলে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যু এড়ানো সম্ভব হতো, কিন্তুতারা যথাযথ দায়িত্ব পালন করেননি- এমন অভিযেগে দায়ের করা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা। এর আগে, তিনি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হয়ে উঠছিলেন।
এদিকে এই মামলার অভিযেগ প্রমাণিত হলে চিকিৎসকদের আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ম্যারোডানার প্রসিকিউটররা বলছেন, তার অবস্থা গুরুতর তা জানা সত্ত্বেও চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা নেননি। তারা প্রমাণ করতে চান যে ম্যারাডোনার মৃত্যুর সময় চিকিৎসকেরা দায়িত্বে অবহেলা করেছেন।
অপরদিকে, আসামিপক্ষের যুক্তি, ম্যারাডোনা অতিরিক্ত চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং অস্ত্রোপচারের পর আরও দীর্ঘ সময় হাসপাতালে থাকার প্রয়োজন ছিল।