gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ০৭:৪৫:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-03-12_67d1902f1cc17.jpg

হার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) আসর শুরু করেছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। অথচ তারা পেয়েছে টানা তৃতীয় জয়ের দেখা। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নয় উইকেটের বড় জয় তুলে নিয়েছে মোহামেডান। আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ১৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে। জবাবে তামিমের সেঞ্চুরিতে একটি উইকেট হারিয়ে ৩২ ওভার পাঁচ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স প্রথম ওভারেই উইকেট হারায়। এরপর আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে পড়ে ৪৮ ওভার চার বলে ১৮৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল আইচ মোল্লা। তিনি করেন ৩২ রান।
বল হাতে মোহামেডানের তাইজুল ৩১ রান খরচায় চারটি উইকেট নেন। এছাড়া আবু হায়দার তিনটি ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় দু’টি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মিরাজের উইকেট হারায় মোহামেডান। তিনি করেন মাত্র দুই রান। এরপর দ্বিতীয় উইকেটে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন তামিম ও মাহিদুল হাসান অঙ্কন। তামিম হাঁকিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলা তামিম আজ ১০৫ রান করে অপরাজিত থাকেন। ৯৬ বলে চারটি ছক্কা ও নয়টি চারে ইনিংসটি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর অঙ্কন ৯৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন।
এই ম্যাচ শেষে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মোহামেডান। সমান পয়েন্ট শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও দুইয়ে থাকা আবাহনী লিমিটেডেরও। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা।

 

আরও খবর

🔝