শিরোনাম |
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলের জয়ের ভিত গড়ে দেওয়া ইনিংস খেলেছেন রোহিত শর্মা। যার র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রোহিত শার্মা। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে তিনে উঠেছেন ভারত অধিনায়ক। ওই ম্যাচে দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার বোলারদের তালিকায় এখন আছেন ক্যারিয়ার সেরা দুইয়ে।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন রোহিত। আর বোলারদের মধ্যে কিউই অধিনায়ক স্যান্টনারের অগ্রগতি ছয় ধাপে।
দুবাইয়ে গত রোববারের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত। প্রতিপক্ষের ২৫১ রান তাড়ায় সেদিন দলকে ভালো শুরু এনে দেন রোহিত। তিনটি ছক্কা ও সাতটি চারে ৮৩ বলে খেলেন ৭৬ রানের ইনিংস।
শিরোপা নির্ধারণী ম্যাচে বড় ইনিংসে খেলতে না পারলেও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুবমান গিল। তালিকায় দুইয়ে পাকিস্তান তারকা বাবর আজম।
রোহিতের উন্নতিতে এক ধাপ করে নেমে গেছেন সেরা পাঁচে থাকা দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন ও ভারতের ভিরাট কোহলি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের দু’জন উল্লেখযোগ্য উন্নতি করেছেন। ১৪ ধাপ উন্নতি করে ১৪ নম্বরে উঠে এসেছেন রাচিন রাভিন্দ্রা আর ছয় ধাপ এগিয়েছেন গ্লেন ফিলিপস। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ড্যারিল মিচেল।
শিরোপা জয়ের স্বপ্ন ভাঙার ম্যাচে ৪৬ রানে দু’টি উইকেট নেন স্যান্টনার। এই পারফরম্যান্সে আগের ক্যারিয়ার সেরা সপ্তম স্থান টপকে এখন চুড়ায় ওঠার কাছে আছেন বাঁহাতি এই স্পিনার। ওই লড়াইয়ে ২৮ রানে দু’টি উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে এখন ১৮তম মাইকেল ব্রেসওয়েল।
ফাইনালে ৪০ রানে দু’টি উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন কুলদিপ ইয়াদাভ। ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে ফিরেছেন। সেরা দশে ঢুকেছেন তার সতীর্থ রাভিন্দ্রা জাদেজা। তিন ধাপ এগিয়ে আছেন দশম স্থানে।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।