gramerkagoj
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ ৩ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে বিএনপির নেতা মুছার স্মরনে মাসনা মাদ্রাসায় দোয়া মাহফিল শালিখায় বখাটের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থীসহ দুজন আহত রেলগেট ট্যাক্সি স্ট্যান্ডে ককটেল হামলায় যুবক আহত পাকিস্তানি হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত রোনালদো সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে চীনের সহযোগিতা চাইলেন রিজওয়ানা হাসান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের প্রতি অসম্মান করা হয়েছে আইনি নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর জনগণের সঙ্গে প্রতারণা ফরিদপুর চিনিকলে বিএসএফআইসি’র বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা জুলাই সনদে স্বাক্ষর না করলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না
বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ১১:৪৬:০০ পিএম , আপডেট : শনিবার, ১৮ অক্টোবর , ২০২৫, ০৪:৫০:৫১ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-03-13_67d1cf02848a7.JPG

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক নার্গিস বেগম বিএনপির প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।

নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান মনোনীত করায় যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতাকর্মীরা বলছেন, দলে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা মনে করছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নার্গিস বেগম বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বামী তরিকুল ইসলামের মৃত্যুর পরও তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছেন এবং সংগঠনের কাজ চালিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে যশোর বিএনপি সংগঠিত থেকেছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে।

নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাঁরা আশা করছেন, তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং যশোরসহ পুরো খুলনা বিভাগে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবেন।

আরও খবর

🔝