gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম 'সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা' 'রিফাইন্ড আওয়ামী লীগ আসছে এপ্রিল-মে থেকে, তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে' আসিফ মাহমুদ বললেন, ‘ আ.লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক’ বুড়িমারী স্থলবন্দর ৮দিনের বন্ধ গাইবান্ধায় মলম পার্টির নারী সদস্য গ্রেফতার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের পর এবার মন্তব্য করলেন আসিফ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ রাজশাহীর ৯১৬ চাল মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ এক উঠোনে আযান ও উলুধ্বনি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
জাতিসংঘের মহাসচিব আজ ঢাকায় আসছেন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ১০:৫৫:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-03-13_67d2654124953.jpg

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন।
গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
ঢাকায় পৌঁছানোর পর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবেন। শুক্রবার সকালে, গুতেরেস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। পরে, তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন।
বিকেলে, গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করবেন। তিনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন এবং কিছু সুবিধা যেমন ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার এবং পাট উৎপাদন স্থাপনা পরিদর্শন করবেন।
শনিবার, গুতেরেস জাতিসংঘের ভবন পরিদর্শন করবেন এবং সেখানে বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী দেখবেন। তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন এবং তরুণদের সঙ্গে সংলাপে বসবেন।
রোববার, সফরের শেষ দিন গুতেরেস ঢাকা ত্যাগ করবেন এবং তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন ড. খলিলুর রহমান।
এই সফরের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে। গুতেরেস আশা করেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের দুর্দশা নিয়ে একটি নতুন বৈশ্বিক আলোচনায় সহায়তা করবে।

আরও খবর

🔝