gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
অসহায় পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ০৩:৩৯:০০ পিএম
সুমন খান, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
GK_2025-03-13_67d2a7c04784b.jpeg

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন)'র তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনীর উদ্যোগে নতুন ২টি গৃহ নির্মান করে দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনাজোনের প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করে।
একটা ভাল ঘরের অভাবে দীর্ঘদিন যাবত রোদ-বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতে ও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক হত দরিদ্রদের পাশে থাকবে।

আরও খবর

🔝