gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত : আমান উল্লাহ আমান
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ০৫:০৫:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-03-13_67d2bc4a41f66.JPG

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, বিডিআর বিদ্রোহের মামলায় শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। কারণ তার নির্দেশে মেধাবী ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে। তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর কখনও ক্ষমতায় দেখতে চায় না। খুলনা বিভাগের ছয়টি জেলার বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যশোরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেল তিনটায় স্থানীয় একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির নবনিযুক্ত কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মীণি অধ্যাপক নার্গিস বেগম।
দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া।
সভায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভা পরিচালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

আরও খবর

🔝