gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
আমির খানের প্রেমের চমক!
প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ , ২০২৫, ০৪:৩৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-03-14_67d407581308b.jpg

৬০তম জন্মদিনে পা রেখেই সবাইকে চমকে দিলেন আমির খান । কেক কেটে অনুষ্ঠান উদযাপনের মাঝে হাজির করলেন বেঙ্গালুরুরের গেৌরিকে। এই নারীর সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন চলছিলো দীর্ঘদিন। গৌরিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সে কানাঘুষার প্রকাশ ঘটালেন এ জনপ্রিয় নায়ক।
গৌরির মায়ের বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন রয়েছে । তার শিক্ষাজীবন শুরু হয় ব্লু মাউন্টেন বিদ্যালয়ে। এরপর লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন কোর্স, এফডিএ স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। বর্তমানে মুম্বাইয়েও তার বিউটি সেলুন রয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌরি জানান, তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন এবং তাদের পরিচয় দীর্ঘ ২৫ বছরের। গৌরি ছয় বছরের এক সন্তানের মা। তবে আমির ও গৌরি সম্পর্কে রয়েছেন গত ১৮ মাস ধরে।
এদিন গৌরিকে সামনে রেখে সংবাদ মাধ্যমের সামনে মজার ছলে আমির বলেন, ‘আপনাদের কিছু বুঝতে দিইনি! চলচ্চিত্রজগতের বাইরের একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি—এটা আপনারা শুধু আন্দাজ করেছিলেন। ও বেঙ্গালুরুতে থাকে, তাই ওখানেই দেখা করতাম। সেখানকার সংবাদমাধ্যম একটু কম সক্রিয়, তাই আমরা নজরে আসিনি।’
তবে মুম্বাইয়ে আমিরের বাড়িতেও বহুবার এসেছেন গৌরি। সে সময় আলোকচিত্রীদের (পাপারাজ্জিদের) নজর এড়ানোর প্রসঙ্গে আমির রসিকতা করে বলেন, ‘আমি তো আমার পরিবার ও সন্তানদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন আপনাদের নজর আমার বাড়ির দিকে ছিল না!’
সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও খবর

🔝