gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
ঈদে ভিন্ন আঙ্গিকে ধরা দেবেন সিয়াম-হিমি
প্রকাশ : শনিবার, ২২ মার্চ , ২০২৫, ০৪:১৪:০০ পিএম
বিনোদন প্রতিবেদক:
GK_2025-03-22_67de8d880a705.jpg

এবারের ঈদ ইত্যাদিতে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নিজেদের ভিন্ন আঙ্গিকেই ধরা দেবেন। একসঙ্গে কখনো অভিনয় না করলেও এই দুই শিল্পীর গলায় শোনা যাবে এক রোম্যান্টিক গান।
জানা গেছে, সিয়াম-হিমির সেই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয়েছে চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।
প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকরা এতদিন শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন এবার ইত্যাদিতে দেখবেন সংগীতশিল্পী হিসাবে। এই গানটিও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করা যায়।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আরও খবর

🔝