gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ ‘মুজিব : একটি জাতির রূপকার’

হাসিনা চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন ফারিয়া
প্রকাশ : রবিবার, ২৩ মার্চ , ২০২৫, ০৪:০৩:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-03-23_67dfdc73349ae.jpg

গণ-অভ্যুত্থানের পর বেশ বিপাকে পড়েছেন আওয়ামীপন্থি ও আওয়ামী সুবিধাভোগী শোবিজ তারকারা। এরমধ্যে কিছু তারকাও আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য সমালোচিত হয়েছেন। বিশেষ করে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়। তাদের মধ্যে একজন হচ্ছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও কুড়ান তিনি।
ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একজন করে হাসিনা রয়েছে। কিছুদিন আগে সেই বক্তব্য নিয়ে নতুন করে খবরের শিরোনামে উঠে আসেন ফারিয়া।
সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানিয়েছিলেন, মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি। এমনকি শেখ হাসিনার মতো হতে চান। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না তার।
এদিকে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের এমন পতনের পর ফারিয়ার পুরনো সেই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে বেশ তোপের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে তার কাছে জানতে চাওয়া হয়―শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে অনুশোচনায় ভোগেন কিনা?
বিজ্ঞাপন
এ নায়িকা ইংরেজিতে জবাব দেন এর। যার বাংলা এমনটা, আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছু নেই। আমরা শিল্পীরা ভোড় সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। স্পেশালি এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল, এই পাঁচ বছর একই লুকে নিজেকে মেইনটেইন করেছি আমি।
তিনি বলেন, এই দীর্ঘ সময় চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে আমাকে। আমি বলতে চাই, এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য আমার জীবনের ৫টি বছর দিয়েছি। এ কারণে সেই কাজটি নিয়ে যদি এখন অনুশোচনা করি, তাহলে তো আমার পেশাকেই অপমান করা হবে।
নুসরাত ফারিয়া যুক্ত করে বলেন, সিনেমাটির জন্য যে পরিস্থিতি আমি পার করেছি বা এখনো করছি, তা আমার ভাগ্যে লেখা ছিল বলে মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা ছিল না আমার। একটি দেশের সরকারি পর্যায় থেকে কখনো কাজের প্রস্তাব আসলে, তা নিজের খুব একটা পছন্দ না হলেও না করা যায় না।
এছাড়া এই শোয়ে এ অভিনেত্রীর কাছে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও জানতে চাওয়া হয়। এ ব্যাপারে তিনি বলেন, আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। আমার কাছে মনে হয়েছে, তখন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমি। আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরলে সেটি দেখতে পাবেন।
প্রসঙ্গত, ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। ইতোমধ্যে সিনেমাটির ‘কন্যা’ গান প্রকাশ পেয়েছে। যা দর্শক-শ্রোতা থেকে শোবিজ তারকাসহ সর্বত্র ব্যাপক প্রশংসিত।

আরও খবর

🔝