gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
ফ্যাসিবাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না: গোলাম পরওয়ার
প্রকাশ : শনিবার, ৫ এপ্রিল , ২০২৫, ১২:৪৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-05_67f0d23b1e816.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা বাজারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনটি ছিল ধামালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে।

গোলাম পরওয়ার বলেন, বিগত সরকার উন্নয়নের নামে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। তারা চেতনার কথা বলে জাতিকে বিভক্ত করে জাতীয় ঐক্য ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে বলেন, নতুন বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রচেষ্টা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে তা অবশ্যই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর।
দুর্নীতি, সন্ত্রাস, শোষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজী, সুদ, ঘুষ, ধর্ষণমুক্ত দেশ গড়তে চাইলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য দেশ প্রেমিক নেতার প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সৎ যোগ্য নেতৃত্বের অভাবে দেশ বার বার পথ হারাচ্ছে। যে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজীর অভিযোগ নেই সেই দলই পারবে জাতির প্রত্যাশিত রাষ্ট্র গঠন করতে। এ জন্য সোনার বাংলা গড়তে হলে চাই সোনার মানুষ। আর এই সোনার মানুষই রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মোস্তাক আহমেদ চৌধুরী এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা এবং ডুমুরিয়া-ফুলতলা কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল।

আরও খবর

🔝