gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
ভারতের ‘বিতর্কিত’ ওয়াক্ফ সংশোধনী বিল পুনর্বিবেচনার আহ্বান বিএনপির
প্রকাশ : রবিবার, ৬ এপ্রিল , ২০২৫, ০৯:৫২:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-04-06_67f2a3766f380.jpg

ভারতের লোকসভায় সদ্য পাস হওয়া বিতর্কিত ‘ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৪’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। রোববার (৬ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন আহমদ বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডসহ বিভিন্ন মুসলিম সংগঠনের মতে, নতুন এই আইন ইসলামী ওয়াক্ফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে, ওয়াক্ফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত এবং এতে অমুসলিমদের অন্তর্ভুক্তি মুসলিম ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের শামিল।

তিনি বলেন, ভারতে প্রায় ২০ কোটির বেশি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও অধিকার রক্ষায় এই বিলটি হুমকিস্বরূপ। বিলটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে বিএনপি মনে করে, এতে সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া এই আইনের অপব্যবহার হলে তা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

সালাহ উদ্দিন আহমদ আরও জানান, ওয়াক্ফ বোর্ডগুলোর অধীনে থাকা প্রায় ১০ লাখ একর সম্পত্তি বর্তমানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। নতুন আইনে অমুসলিম সদস্যদের বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্ক তৈরি করেছে এবং এতে মুসলিমদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, "মুসলিমদের ধর্মীয় বিষয়ে এ ধরনের হস্তক্ষেপ এবং বৈষম্যমূলক আইন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আরও খবর

🔝