gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
এই মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট জমা
প্রকাশ : সোমবার, ৭ এপ্রিল , ২০২৫, ০৮:২৬:০০ এএম
কাগজ ডেস্ক::
GK_2025-04-06_67f2a53678a1f.jpg

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চার্জশিট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসেই ওই চার্জশিট ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৩২৪টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ঢাকাতেই রয়েছে ২৯৭টি এবং ঢাকার বাইরে ২৭টি মামলা। এসব মামলার মধ্যে একটি চার্জশিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা সারাদেশে গত জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে সরকারের ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সম্পর্কিত।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ডয়েচে ভেলেকে জানান, এখন পর্যন্ত তিনটি মামলার তদন্ত শেষ হয়েছে। সবার আগে আশুলিয়ায় থানার মধ্যে গাড়িতে ছয়জনকে পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এরপর রাজধানীর চানখারপুলের ঘটনার রিপোর্ট এবং তারপর জমা দেওয়া হবে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রিপোর্ট।

এই মামলায় শেখ হাসিনাকে 'সুপেরিয়র রেসপনসিবিলিটি' বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের ভিত্তিতে অভিযুক্ত করা হবে। যদিও সব মামলায় তাকে আসামি করা হবে না, একটি নির্দিষ্ট মামলায় তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তার ভাষায়, “আমাদের হাতে এমন অনেক অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে একাধিকবার অভিযোগ প্রমাণ করা যাবে।”

শুধু শেখ হাসিনাই নয়, তার নেতৃত্বে থাকা সরকারের আরও কয়েকজন শীর্ষ নেতা, যেমন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকেও এই মামলায় আসামি করা হতে পারে।

চার্জশিট দাখিলের সময় সম্পর্কে তিনি বলেন, “প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে, যাচাই-বাছাই চলছে। আশা করছি এক-দুই সপ্তাহের মধ্যেই এটি জমা দেওয়া সম্ভব হবে।”

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও তদন্তের অগ্রগতি

পুলিশের তথ্যমতে, দেশের বিভিন্ন থানায় জুলাইয়ের অভ্যুত্থানের ঘটনায় এখন পর্যন্ত ১,৪৯৯টি মামলা হয়েছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ২৯৭টি এবং ঢাকার বাইরে ২৭টি মামলা হয়েছে। শুধু ৫ আগস্টের পর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় হত্যা, গুম, অপহরণসহ ২৭৬টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, “তদন্তকারীরা আমার সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। প্রতিটি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে যাতে কোনো ফাঁক-ফোকর না থাকে।”

জুলাইয়ের অভ্যুত্থান ও মামলার ধরন

সরকারি হিসাব অনুযায়ী, অভ্যুত্থানের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৪৪ জন, আহত হয়েছেন আরও ১৩,২৫৮ জন। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ২৭ জন মন্ত্রী, ৬ জন প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী, ৩ জন উপদেষ্টা, ৪৩ জন সাবেক সংসদ সদস্য এবং ১১ জন আমলা। পুলিশের সাবেক ২ জন আইজিপিসহ গ্রেপ্তার হয়েছেন ২৮ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া একাধিক বিচারক, সাংবাদিক ও ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত তদারকি ও পরামর্শ কমিটি

মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেক রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ১০টি মেন্টর কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি প্রয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও আইনজীবীদের পরামর্শ নিচ্ছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইদ আহমেদ রাজা বলেন, “চার্জশিট দেখে বোঝা যাবে তদন্ত কতটা নিরপেক্ষ হয়েছে। তদন্ত যেন মামলার এজাহারের মতো অবহেলায় না হয়। ন্যায়বিচার নিশ্চিত করার পরিবেশ সৃষ্টি করা জরুরি।”

আরও খবর

🔝