gramerkagoj
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
gramerkagoj
হয় শালিস করাও না হলি!
প্রকাশ : মঙ্গলবার, ৮ এপ্রিল , ২০২৫, ০৯:২৪:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2025-04-08_67f53fa9bef46.jpg

পেত্তেক এলেকায় হটাস কইরে কিচু শালিসকারী গজায় উইটেচে। চুয়াচুয়ি কতা, হয় শালিস করাও না হলি মামলা খাও। স¹লির দেকাশুনোর ভার তারা নিজির কান্দে তুইলে নেচে হাপন ইচ্চেয়। লোক পাল্টায় কিন্তুক নিয়ম পাল্টায় না। কার কনে কি হইলো, না হইলো, কিডা জমিজুমা বেচপে কেনবে, কিডা নতুন ঘরদোর বানাবে, কার বাড়ি কনতে কুটুম সাক্কেত আইসলো, কিডা কনে কি কইল্লো, হ্যানো কোন জিনুস নেই যে তাগের চোক কান সাফাই কইরে লোকের করার জো আচে। মরার ওপর খাড়ায় ঘা হিসেবে তার সাতে আচে শালিস বিচার।
নালিশ ছাড়াও একন পাড়ায় পাড়ায় শালিস হচ্চে। শালিস বিচার করার জন্যি তারা মুকোয় থাকে। কোনটোয় ঝামেলী ঝুনঝাট হলি তারা লোক পাটায় শালিস কইরে দেবে বিলে ডাইকে আনতি। যাগের কেওয়াজ তারা যদি কিরে কছম কাইটেও কয় আমাগের কাইজে মিটগুট হইয়ে গেচে আমাগের শালিস দরকার নেই, তাতে কোন ঘাস জল খাবে না। কানে যকন গন্ডগোলের খবর গেচে শালিস তাগের করানোয় লাগবে। যকন এট্টু গ্যাঞ্জাম কম কম ঠ্যাকে তকন তারা চাপনিতি কাইজে বাদায় দিয়ে চুপ কইরে বসে থাকে। ককন নালিশ আসপে আর শালিস কত্তি বসপে। ইরাম শালিস যে জনস্বাত্তে তা কিন্তুক না। খাইন যাগের বাদে তারাই জানে খাইন ছুড়োতে গচ্চা কত দিতি হবে।
আমাগের এলেকায় এক শালিসকারী শালিস করার আগে কন্টাক কইওে নেয়, সালিশ কইরে দেবে বিনিময়ে তার বুজবাজ দিতি হবে। যিরাম জমিজুমা হলে শতকে হ্যাতো টাকা। গুনোগারি দিয়েও মুক খুলার কায়দা নেই, গালে আলো চাইল নিয়ে মাড়ি আইটে থাকতি হবে। মুক কল্লি গুনোগারি ডবল। গিরামের মানুস ইরাম শালিসকারীগের কবলে পইড়ে জান যায় যায় ভাব।
একবার আমাাগের এলেকায় ভোটের আগে ভুটার লিস্টি কত্তি আইয়েচে ইশকুলির এক মাইস্টের। একজনের নামধাম লিকে শুনতেচে পিশা কি দেব। এলেকার খোজ খবর রাইকে মুটা টাকা কামোয় করে, কিন্তুক পিশা কি তা কতি পাচ্চে না। অবলাস্টে তার এক কচ্চের লোক পাশেত্তে কচ্চে অত ভাবাভাবির কি আচে, লিকে দেও শালিসকারি। মাইস্টের লিকতি এট্টু গড়িমসি কচ্চিল, আরাক ধাতানি খাইয়ে লিকে দেলে।
ভুটার কাডে তো পিশা লিকা থাকে না তাই জানতি পারিনি কম্পুটারে তার পিশাডা বহাল ছিলো কিনা। ইরাম শালিসকারীর সুংখ্যা সারাদেশে যে কত তা আমার জানা নেই। কেউ যদি জানেন তেবে আমারে এট্টু দয়া কইরে কবেন।
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝