gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
বসার জন্য কাঠগড়ায় চেয়ার পেলেন আমু
প্রকাশ : বুধবার, ৯ এপ্রিল , ২০২৫, ০৫:০০:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-04-09_67f6534c0d290.jpg

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।
শুনানি চলাকালে তিনি বসার জন্য চেয়ার চেয়ে প্রার্থনা করেন। পরে আদালতের খাসকামরা থেকে চেয়ার এনে তাকে দেওয়া হয়।
এ বিষয়ে তার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, বয়স্ক ও অসুস্থ বিবেচনায় কাঠগড়ায় চেয়ারে বসার ব্যবস্থা করার জন্য মেনশন করা হয়। পরে তাকে কাঠের চেয়ারে বসার ব্যবস্থা করা হয়।
এর আগে গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজের নিচে ছাত্র ও জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকেলে আসামিদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

আরও খবর

🔝